বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

ঢাকা থেকে লড়বেন আসিফ মাহমুদ—পদত্যাগ প্রশ্নে যা বললেন তিনি

Share

ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পদত্যাগের প্রসঙ্গেও তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন।

রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর গ্রিন রোডে ঢাকা-১০ আসনভুক্ত ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করেন আসিফ মাহমুদ। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এবং ঢাকা থেকেই নির্বাচন করবেন—এটি প্রায় নিশ্চিত। তবে সরকারী উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবেন, তা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আসিফ মাহমুদ আরও বলেন, “যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব, সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় এনে নিলাম। যাতে ভোটটা অপচয় না হয়। আমি আগে থেকেই ভোটার ছিলাম, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে—২০১৮ এবং ২০২৪ সালে—কিন্তু কেউই ভোট দিতে পারেনি। এবার যেন ভোট দিতে পারি, সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কোথা থেকে করব, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ঢাকা থেকেই করব, ইনশা আল্লাহ।”

কোনো রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্রভাবে নির্বাচন করার। পরে দেখা যাবে।”

বিএনপির এখনো প্রার্থী ঘোষণা না করা আসনগুলোর মধ্যে ঢাকা-১০ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, “আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোন আসন ফাঁকা রাখল কি রাখল না, সেটি আমার জানার বিষয় নয়। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে নেব।”

সরকার থেকে পদত্যাগের পর ধানমন্ডি এলাকায় বসবাসের পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, “সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই এলাকার ভোটার হচ্ছি, যাতে আমার ভোটটা অপচয় না হয়।”

পদত্যাগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “নিশ্চিতভাবেই বলছি, আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব, তা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আলোচনা করে খুব শিগগিরই এ বিষয়ে জানাব।”

Read more

Local News