বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

নিরাপত্তা স্বার্থে যুক্তরাজ্য বেলজিয়ামে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে

Share

রাশিয়ার সন্দেহভাজন ড্রোন অনুপ্রবেশের পর বেলজিয়ামের আকাশসীমা রক্ষায় যুক্তরাজ্য সেনা সদস্য ও সামরিক সরঞ্জাম প্রেরণ করছে। আজ রোববার (৯ নভেম্বর) বিবিসি’তে প্রকাশিত খবর অনুযায়ী, যুক্তরাজ্যের সেনাপ্রধান স্যার রিচার্ড নাইটন জানিয়েছেন, বেলজিয়ামের পক্ষ থেকে এ সহায়তার অনুরোধ করা হয়েছে এবং সামরিক সরঞ্জাম ও জনবল ইতোমধ্যে পথে রয়েছে।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে ব্রাসেলসের প্রধান বিমানবন্দর জ্যাভানটেমের কাছে ড্রোন দেখা যাওয়ায় বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ করতে হয়। ড্রোনটি সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থানে ধরা পড়ে। স্যার নাইটন বলেন, “রাশিয়া এ ঘটনার সঙ্গে যুক্ত কি না নিশ্চিত নয়, তবে মস্কোর নির্দেশে হয়েছে বলে ধারণা করা যৌক্তিক।”

যুক্তরাজ্য প্রতিরক্ষা সচিব জন হিলির সঙ্গে সমন্বয় করে বেলজিয়ামকে সহায়তা পাঠানো হচ্ছে। একইভাবে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এয়ারবেস এবং অ্যান্টি-ড্রোন ব্যবস্থা দিয়ে সহায়তা করবে।

ড্রোনের কারণে ব্রাসেলস এয়ারলাইন্সের প্রায় তিন হাজার যাত্রী বিপাকে পড়েছেন। বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন বলেছেন, “এ বিষয়ে এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে হুমকিটি ইউরোপের বেসামরিক অবকাঠামোকেও প্রভাবিত করছে।”

স্যার নাইটন ও অন্যান্য কর্মকর্তারা রাশিয়াকে ইউরোপের বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “ইউক্রেনে রাশিয়ার অবৈধ আগ্রাসন ও হাইব্রিড যুদ্ধের কৌশল বর্তমান হুমকিকে আরও জোরদার করেছে।”

ইউরোপের অন্যান্য দেশেও সম্প্রতি ড্রোনের কারণে ফ্লাইট বিঘ্ন হয়েছে। যদিও ক্রেমলিন এসব অভিযোগ অস্বীকার করেছে, পূর্ব ইউরোপে রাশিয়ার ড্রোন ও যুদ্ধবিমানের সক্রিয়তা সন্দেহকে আরও বাড়িয়েছে।

এছাড়া, ন্যাটোর অংশ হিসেবে পোল্যান্ডসহ বিভিন্ন দেশে রাশিয়ার সম্ভাব্য অনুপ্রবেশ মোকাবিলায় যুক্তরাজ্য আরএএফ টাইফুন যুদ্ধবিমানও মোতায়েন করা হয়েছে।

Read more

Local News