বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

শাকিব খান ঠিক কাকে অনুকরণ করলেন?

Share

গত দুই দিন ধরে শাকিব খানের নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ভক্তরা যেমন প্রশংসা করছেন, তেমনি উঠছে প্রশ্ন—এই লুক কি একেবারেই নতুন, নাকি কোথাও দেখা?

চঞ্চল চলচ্চিত্রপ্রেমীদের নজর এড়ায়নি এক বিস্ময়কর মিল। ভারতের দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারনের আগের এক লুকের সঙ্গে শাকিবের নতুন রূপের মিল প্রায় একেবারে হুবহু।

দুজনের পোশাকে রয়েছে স্পষ্ট সাদৃশ্য—কালো ডেনিম জ্যাকেট, যার সাদা সুতোর কনট্রাস্ট স্টিচিং চোখে পড়ে। কাট, ডিজাইন, এমনকি গাঁথুনিও এক ধরনের। চশমা আর গোঁফেও মিল; দুজনের মুখেই ঘন, তীক্ষ্ণ গোঁফ এবং চোখে সানগ্লাস, যা তাদের লুককে দিয়েছে আভিজাত্যের ছোঁয়া। পার্থক্য শুধু সানগ্লাসের ধরন—শাকিব পরেছেন এভিয়েটর, আর পৃথ্বীরাজের ছিল টর্টসেল ফ্রেমের কালো লেন্স। পরে অবশ্য পৃথ্বীরাজকেও এভিয়েটর পরতে দেখা গেছে। ফলে পাশাপাশি ছবি রাখলে দুজনকে আলাদা করা কঠিনই হয়ে যায়।

চুলের স্টাইলেও মিল পাওয়া যায়। অর্থাৎ, পুরো লুকের প্রতিটি উপাদানেই এক ধরনের সাদৃশ্য চোখে পড়ে।

পৃথ্বীরাজ সুকুমারনকে এই লুকে দেখা গেছে চলতি বছরের মার্চে তার মালায়ালাম সিনেমা ‘এল টু: এমপুরান’-এর প্রচারণায়। ‘লুসিফার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে তিনি অভিনয় করেছেন জায়েদ মাসুদ চরিত্রে—একজন সামরিক কমান্ডার, যিনি সিন্ডিকেটের হয়ে কাজ করেন।

অন্যদিকে, শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এও রয়েছে দুর্নীতি ও সিন্ডিকেটবিরোধী এক সৈনিকের গল্প। ফলে তুলনা আরও ঘনীভূত হয়েছে।

তাই এখন প্রশ্ন একটাই—এটা কি নিছক কাকতালীয় মিল, নাকি দক্ষিণের জনপ্রিয় নায়কের লুক থেকেই অনুপ্রেরণা নিয়েছেন শাকিব খান?

Read more

Local News