বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

ইসলামের দৃষ্টিতে অনশনের বিধান কী?

Share

অনশন বা উপবাস হলো ইচ্ছাকৃতভাবে খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা। তবে শুধুমাত্র দরিদ্র বা আর্থ-সামাজিক কারণে খাদ্যাভাবে থাকা অনশন নয়। প্রাচীন ও মধ্যযুগে বিভিন্ন ধর্মে অনশনের বিধান থাকলেও, ইসলামে জীবন ও স্বাস্থ্যের রক্ষা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ।

ইসলামে দীর্ঘ বা মৃত্যুর পর্যায়ে পৌঁছানো অনশন সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ শরীরকে শক্তি ও কর্মক্ষম রাখার জন্য খাবার গ্রহণ ওয়াজিব। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন:

“এবং তোমরা নিজেরা নিজেদের হত্যা কোরো না। নিশ্চয়ই, আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।” (সুরা নিসা, আয়াত ২৯)

“তোমরা নিজ হাতে নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ কোরো না।” (সুরা বাকারাহ, আয়াত ১৯৫)

আল্লামা সাইয়্যেদ মুহাম্মদ আবি সৌদ (রহ.) উল্লেখ করেছেন, “মৃত্যু থেকে বাঁচার জন্য খাদ্য ও পানীয় গ্রহণ ফরজ।” ফাতাওয়া আলমগীরীতেও বলা হয়েছে, খাওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও অনশন করে মারা গেলে ব্যক্তি অপরাধী গণ্য হবে।

আত্মহত্যা সম্পর্কে ইসলামে কঠোর হুঁশিয়ারি রয়েছে। নবী করিম (সা.) বলেছেন, যিনি স্বেচ্ছায় আত্মহত্যা করবেন, তাকে কিয়ামত পর্যন্ত জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে (মুসলিম, হাদিস: ২০৪; তিরমিজি, হাদিস: ২০৪৪)।

রাসুলুল্লাহ (সা.) মানুষের জীবন, স্বাস্থ্য ও ভারসাম্যকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। অতএব, প্রতিবাদ বা দাবি আদায় করার জন্য ইচ্ছাকৃতভাবে খাদ্য না খাওয়া বা দীর্ঘ অনশন ইসলামসম্মত নয়। ইসলাম সব সময় জীবন, স্বাস্থ্য, সংযম ও ভারসাম্য রক্ষাকে উৎসাহ দেয়।

Read more

Local News