বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি স্বস্তিতে নেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সভায় যোগ দিতে দুবাই যাওয়ার পর থেকে একের পর এক ঘটনা ঘটছে। জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দেন। এরই মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে জাতীয় দলের সাবেক নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের কারণে।
গত রোববার ঢাকার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত ক্রিকেট সম্মেলনে সংবাদ সম্মেলনে জাহানারা আলমসহ ভুক্তভোগী নারী ক্রিকেটাররা তাদের অভিযোগ তুলে ধরেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে বলেন, “জিরো টলারেন্স।” তিনি নারী ক্রিকেটকে অবহেলিত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “নারী উইং আমার কাছে বরাবরই অবহেলিত মনে হয়েছে। নারী পরিচালক নেই। ভবিষ্যতে বোর্ডে নারী পরিচালক থাকলে আমি খুশি হব।”
বৈষম্যের অভিযোগ তুলে দেশের ক্রিকেট ছেড়ে অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলতে গেছেন জাহানারা আলম। সিডনি থেকে সম্প্রতি তিনি দেশের ক্রিকেট নিয়ে মুখ খুলেছেন এবং জানান, তাকে মঞ্জুরুল হেনস্তা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য বিচারপতি (অব.) তারিক উল হাকিমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির দুই সদস্য হলেন ব্যারিস্টার সরওয়ার সিরাজ শুক্লা ও বিসিবি পরিচালক রুবাবা দৌলা।
বিসিবি সভাপতি বুলবুল সংবাদ সম্মেলনে বলেন, “আমরা একটি মাধ্যমে অভিযোগের বিষয়টি দেখেছি। যদিও আমাদের কাছে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তারপরও উচ্চ ক্ষমতাসম্পন্ন, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রুবাবা দৌলাকে রাখা হয়েছে বোর্ড বিষয়গুলো সমন্বয় করার জন্য। তারা সর্বোচ্চ স্বাধীনভাবে কাজ করবেন।”
বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে। একইসাথে প্রতিবেদনটি জাতীয় ক্রীড়া পরিষদকেও দেওয়া হবে।

