ভারতের রাজধানী নয়াদিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে সোমবার (১০ নভেম্বর) পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। বিস্ফোরণের তীব্রতায় পাশের তিন থেকে চারটি যানবাহনেও আগুন ধরে যায়।
নয়াদিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) এক বিবৃতিতে জানায়, ‘লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটিতে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে আশপাশের কয়েকটি গাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।’—খবর এনডিটিভির।
ঘটনার খবর পেয়ে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসে ফোন আসে। পরে আগুন নেভাতে দ্রুত সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনার উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখছে।
উল্লেখ্য, লালকেল্লা মেট্রো স্টেশন দিল্লির ঐতিহাসিক লালকেল্লা দুর্গের কাছে অবস্থিত—যা একসময় মুঘল সম্রাটদের রাজপ্রাসাদ ছিল। সম্রাট শাহজাহানের নির্মিত এই দুর্গ বর্তমানে ভারতের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও পর্যটন কেন্দ্র। প্রতি বছর দেশটির স্বাধীনতা দিবসে এখান থেকেই প্রধানমন্ত্রী ভাষণ দেন। পাশাপাশি এটি এখন একটি জাদুঘর ও ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে জনসাধারণের জন্য উন্মুক্ত।

