বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

রাজধানীতে পরপর দুই বাসে আগুন লাগার ঘটনা

Share

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারা বা কীভাবে বাসগুলোতে আগুন দেওয়া হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১০ নভেম্বর) ভোরে পৃথক এই দুটি অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভোর ৫টা ৪০ মিনিটে মেরুল বাড্ডায় এবং সকাল ৬টা ১০ মিনিটের দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে দ্রুত ফায়ার সার্ভিসের দল গিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Read more

Local News