বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

Share

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে আক্রান্ত বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খালেদা ইয়াসমিন আরও জানান, খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

তবে ঠিক কী কারণে বাসটিতে আগুন লাগে, কিংবা ঘটনাস্থলের সময় বাসে যাত্রী ছিল কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এর আগে আজ ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Read more

Local News