গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ব্যাংকের সাইনবোর্ড পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
রোববার গভীর রাতে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ৭–৮ জন যুবক ব্যাংকের সামনে আসে এবং পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন ব্যাংকের নাইট গার্ড সিরাজ মিয়া।
তিনি বলেন, ‘রাত ২টার পর হঠাৎ বড় শব্দ পাই। ভয় পেয়ে বাইরে বের হইনি।’
ঘটনার পর শাখা ব্যবস্থাপক রেহেনা পারভীন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। তাঁদের নির্দেশে পরে পুলিশে খবর দেওয়া হয়।
গ্রামীণ ব্যাংকের শ্রীপুর এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বোমা নিক্ষেপ করা হলেও ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি। শুধু সাইনবোর্ডে ধোঁয়ার দাগ পড়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে।


