শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড গালা ও অ্যাওয়ার্ড নাইটে’ লা রিভের ১৬ বছর পূর্তি উদ্যাপন

শেয়ার করুন

দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ উদযাপন করেছে তাদের সাফল্যের ১৬ বছর পূর্তি। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের উইন্টার গার্ডেনে আয়োজিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠান ‘লা রিভ গ্র্যান্ড গালা ও অ্যাওয়ার্ড নাইট’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেট অতিথি, মিডিয়া প্রতিনিধি, ফ্যাশন ব্যক্তিত্ব, সেলিব্রিটি এবং লা রিভ পরিবারের সদস্যরা।

‘পাওয়ার অব সিক্সটিন’ থিমে সৃজনশীলতার প্রদর্শন

গালার মূল থিম ছিল ‘পাওয়ার অব সিক্সটিন: লিগ্যাসি ইন এভরি স্টিচ’। থিমের মাধ্যমে ব্র্যান্ডটি উপস্থাপন করে তাদের সৃজনশীলতা, ঐতিহ্য ও বিশ্বাসের ধারাবাহিকতা। একই অনুষ্ঠানে লা রিভ উন্মোচন করে নতুন উইন্টার কালেকশন ২০২৫ এবং র‌্যাম্পে উপস্থাপন করে ‘সিক্সটিন স্টার্স’ কনসেপ্টের ১৬ জন নতুন তারকাকে।

লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, “এই ১৬ বছর আমাদের কাছে সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং ফ্যাশনের ধারাবাহিক পরিবর্তনের গল্প। প্রতিটি ডিজাইনে আমরা খুঁজেছি এমন ভারসাম্য, যেখানে স্টাইলের সঙ্গে কার্যকারিতা মিলবে।”

কনটেস্টের মাধ্যমে নতুন মুখ আবিষ্কার

১৬ বছরপূর্তির অংশ হিসেবে লা রিভ আয়োজন করে দুটি প্রতিযোগিতা—

Face Hunt 2025 – Sixteen Stars Contest

Flashback in La Reve Looks Contest

দেশজুড়ে অনুষ্ঠিত বাছাইপর্ব থেকে নির্বাচিত হয় ১৬ জন ফাইনালিস্ট, যাদের ঘিরে অনুষ্ঠিত হয় ফেস হান্টের ফাইনাল রাউন্ড। অন্যদিকে অনলাইনভিত্তিক ফ্ল্যাশব্যাক কনটেস্টে অংশ নেয় লা রিভ ভক্তরা, যেখানে তারা লা রিভের পোশাকে প্রিয় মুহূর্তের ছবি শেয়ার করেন। উভয় প্রতিযোগিতার বিজয়ীরা নির্বাচিত হয়েছেন জনসাধারণের ভোট ও জুরিবোর্ডের মূল্যায়নের সমন্বয়ে।

মন্নুজান নার্গিস বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমরা এমন ১৬ জন তরুণ-তরুণী তুলে আনতে চেয়েছি, যারা ইতিবাচক কন্টেন্ট তৈরি করে সমাজে অনুপ্রেরণা দিতে সক্ষম হবে।”

উইন্টার কালেকশন ২০২৫: ‘অ্যাসেনশিয়ালিজম’

গালা সন্ধ্যায় প্রদর্শিত হয় নতুন উইন্টার কালেকশন ২০২৫, যার ডিজাইন ধারণা ‘অ্যাসেনশিয়ালিজম’ বা অপরিহার্যতার ওপর ভিত্তি করে তৈরি। সাধারণত শীতকালীন ভারী পোশাকের পরিবর্তে এবার দেখা গেছে সরল, ক্লিন ও মিনিমাল ডিজাইনের পোশাক—যা উষ্ণতা বজায় রাখার পাশাপাশি দেবে অভিজাত ও ট্রেন্ডি লুক। দৈনন্দিন আয়োজন থেকে শুরু করে বিশেষ সমারোহ—সবক্ষেত্রেই সহজে মিলবে এমন বৈচিত্র্য ছিল পোশাকে।

র‌্যাম্প শোয়ের শো-স্টপার ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

বিজয়ীদের সম্মাননা ও সমাপনী ঘোষণা

র‌্যাম্প শো শেষে অনুষ্ঠিত হয় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ফেস হান্ট ও ফ্ল্যাশব্যাক ইন লা রিভ লুকস কনটেস্টের বিজয়ীদের মাঝে সম্মাননা তুলে দেন অতিথিরা।

রিভ গ্রুপের চেয়ারম্যান এম রেজাউল হাসান বলেন, “আমরা চাই আমাদের কন্টেস্টের প্রতিটি অংশগ্রহণকারী নিজের মতো করে নিজেকে তুলে ধরুক। ফ্যাশন হোক আত্মপ্রকাশের ভাষা।”

সমাপনী বক্তব্যে তিনি পোশাকের পুনর্ব্যবহার ও স্থায়িত্বশীল ফ্যাশন সম্পর্কে ভোক্তাদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর