দুর্নীতি, অপরাধ ও বিচারহীনতার বিরুদ্ধে মেক্সিকো জুড়ে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন, যার নেতৃত্ব দিয়েছেন জেনারেশন জেডের (জেন-জি) সদস্যরা। শনিবার অনুষ্ঠিত এই বিক্ষোভে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন, যাদের মধ্যে ছিলেন বিরোধী দলের প্রবীণ কর্মী এবং সম্প্রতি নিহত মিচোয়াকানের মেয়র কার্লোস মানজোরের সমর্থকরা। চলতি মাসের শুরুতে ‘ডে অব দ্য ডেড’ অনুষ্ঠানে গুলি করে হত্যা করা হয় কার্লোসকে।
মেক্সিকো সিটিতে কিছু মুখোশধারী বিক্ষোভকারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামের বাসভবন ন্যাশনাল প্যালেসের চারপাশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০০ পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। ২০ সাধারণ নাগরিকও আহত হন এবং ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভ আয়োজন করে ‘জেনারেশন জেড মেক্সিকো’ নামের একটি সংগঠন। তাদের দাবি, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় এবং দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তরুণ প্রজন্মের প্রতিনিধি।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম অভিযোগ করেছেন, ডানপন্থী দলগুলো জেন-জি আন্দোলনে অনুপ্রবেশের চেষ্টা করছে এবং সামাজিক মাধ্যমে বট ব্যবহার করে বিক্ষোভে উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে।
চলতি বছর জেন-জি প্রজন্ম এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়েছে। নিকট অতীতে নেপালে বিশাল বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন।


