রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলাকালে ইসলামী ঐক্যজোটের একাংশকে বের করে দেওয়া হয়। প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন মুফতি আবুল হাসানাত আমিনী।
ইসলামী ঐক্যজোটের অন্য অংশের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি ও তার দল ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে আমিনী দলের প্রতি আপত্তি জানালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ নির্দেশ দেন, আমন্ত্রণপত্রের হার্ডকপি না থাকায় তারা সংলাপ থেকে চলে যাক। এর ফলে আমিনী নেতৃত্বাধীন প্রতিনিধি দল সংলাপ থেকে বের হয়ে যান এবং আসনে বসেন রাজির নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, অন্যান্য কমিশনার ও শীর্ষ কর্মকর্তা, এবং ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধি সংলাপে উপস্থিত ছিলেন। সংলাপে অংশগ্রহণকারী দলগুলো ছিল—গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি।


