মানসম্মত ও প্রবেশগম্য টয়লেট নিশ্চিতের দাবি জানিয়েছে পরিবেশবাদীরা।
তারা বলছেন, বাংলাদেশ গত দুই দশকে স্যানিটেশন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। কিন্তু এ অর্জনের পাশাপাশি আমাদের এখনো কিছু বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। নগর দরিদ্র, পথচারী, বিশেষত নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গণশৌচাগার পরিষেবা প্রায় অনুপস্থিত। কিন্তু এ পরিষেবাটি শুধুমাত্র অবকাঠামো নয়, বরং স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকারের প্রতীক। মানসম্মত ও প্রবেশগম্য গণশৌচাগার নিশ্চিতের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন আবশ্যক।
বুধবার (১৯ নভেম্বর) ধানমন্ডি সাত মসজিদ সড়কে আবাহনী খেলার মাঠের সামনে ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ, এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট-এর যৌথ উদ্যোগে আয়োজিত “সকল উন্মুক্ত গণপরিসরে মানসম্মত ও প্রবেশগম্য টয়লেট নিশ্চিতের আহ্বানে” শীর্ষক মানববন্ধন থেকে বক্তারা এসব কথা বলেন।


