বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

৪০০ বোতল ফেন্সিডিলসহ মুন্সিগঞ্জে তিন জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শেয়ার করুন

মুন্সিগঞ্জে পদ্মা সেতু (উত্তর) থানার পাশেই লৌহজং উপজেলার খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের চৌকস বাহিনী টিম।

জেলা গোয়েন্দা শাখা ডিবির পুলিশের তথ্যসূত্রে জানান, জেলা পুলিশ সুপার শামসু আলম সরকার মহোদয় এর নির্দেশনায় এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের গোয়েন্দা একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এ-সময় লৌহজং উপজেলার খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত হলেন- শমসের আলী (৩২), মো. রানা (৩৮), ও অছির উদ্দিন (৪০)।

মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। পদ্মা সেতু (উত্তর) থানায় এ ঘটনায় এজাহারভুক্ত নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া রয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর