শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

জামায়াত নেতা: ডিসি–এসপি বদলি লটারির মাধ্যমে হওয়া উচিত

শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মাঠ প্রশাসনের বদলি পরিকল্পিত হওয়া উচিত নয়; বরং ডিসি ও এসপিদের বদলি লটারির মাধ্যমে হওয়া উচিৎ।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি এই মন্তব্য করেন।

এ সংলাপে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, “নির্বাচন কমিশন আচরণবিধি প্রতিপালনে সিদ্ধান্তহীনতার শিকার।”

দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে যদি ইসির দেওয়া কথাগুলো বাস্তবায়িত হয়, তাহলে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নাসির উদ্দিন কমিশনের নাম। তিনি আরও যোগ করেন, “স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব।”

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর