কৃষি খাতকে খাদ্য উৎপাদনের গণ্ডি পেরিয়ে কর্মসংস্থান, আয় বৃদ্ধি এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি ২০৩০ সালের মধ্যে কৃষি ব্যবসা (Agribusiness) খাতে বার্ষিক বিনিয়োগ দ্বিগুণ করে ৯ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে।
বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ২০২৫ সালের বার্ষিক সভার ‘অ্যাগি-কানেক্ট’ ফ্ল্যাগশিপ ইভেন্টে এই যুগান্তকারী ঘোষণা দেন।
তিনি বলেন, “কৃষি সবসময়ই উন্নয়নের কেন্দ্রে ছিল, তবে এখন প্রয়োজন এটিকে এমন এক ব্যবসায়িক শক্তিতে রূপান্তর করা যা ক্ষুদ্র কৃষকদের আয় বাড়াবে এবং গোটা অর্থনীতিতে নতুন সুযোগ সৃষ্টি করবে। আজকের চ্যালেঞ্জ শুধু বেশি খাদ্য উৎপাদন নয়, বরং সেই প্রবৃদ্ধিকে এমন এক ব্যবসায়িক মডেলে রূপান্তর করা, যা আয় ও সুযোগ সৃষ্টি করবে।”


