অপরিকল্পিত নগরায়ন ও যত্রতত্র শিল্পায়নের ফলে দেশে আশঙ্কাজনক হারে কমছে কৃষিজমি। এই সংকট মোকাবিলায় কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এখন থেকে অনুমোদন ছাড়া কৃষিজমিতে বাণিজ্যিক আবাসন, রিসোর্ট, শিল্পপ্রতিষ্ঠান বা কারখানা নির্মাণ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এমন বিধান রেখে ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে ভূমি মন্ত্রণালয়।
শিগগিরই প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর গেজেট আকারে এটি জারি হবে। তবে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—এই তিন পার্বত্য জেলা এই অধ্যাদেশের আওতার বাইরে থাকবে

