গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১ হাজার ৪৪০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও এ টি এম কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম। ৮৪০ কৃষক উফশী বোরো জাতের জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও এমওপি সার পেয়েছেন। ৬০০ কৃষক পেয়েছেন হাইব্রিড জাতের ধানের বীজ।


