সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

বিদ্যালয়ে মোবাইল নিষিদ্ধ করছে ফ্রান্স

শেয়ার করুন

শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে সরাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে ফ্রান্স সরকার। বর্তমানে ফ্রান্সের প্রাথমিক এবং মধ্যবর্তী বিদ্যালয়গুলোতে সেলফোন ব্যবহার নিষিদ্ধ থাকলেও, সেই নীতি এবার হাইস্কুলগুলোতে কার্যকর করার বিষয়ে সমর্থন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মতে, প্রাথমিক স্তরে এই নিষেধাজ্ঞা বেশ ভালো কাজ করেছে। তাই তিনি চান, ১৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রেও এটি কার্যকর করা হোক। ফ্রান্সের শিক্ষামন্ত্রী এডুয়ার্ড জেফ্রে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে হাইস্কুলে এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বর্তমানে পর্যালোচনা করছেন।

তবে এই পদক্ষেপ কার্যকর করা খুব একটা সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে যে আইনে জুনিয়র স্কুলগুলোতে নিষেধাজ্ঞা বলবৎ আছে, তাতে হাইস্কুল অন্তর্ভুক্ত নয়। তাই হাইস্কুলে ফোন নিষিদ্ধ করতে হলে ফরাসি আইনপ্রণেতাদের সম্ভবত নতুন একটি আইন পাস করতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে পার্লামেন্টে নিয়ন্ত্রণ হারানোর পর দেশীয় রাজনীতিতে নিজের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে তৈরি হওয়া চ্যালেঞ্জ মোকাবিলায় তার সাম্প্রতিক পদক্ষেপগুলোর একটি অংশ হিসেবেই এই শিক্ষা নীতি সংস্কারের আলোচনা সামনে এলো।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর