শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

ইউক্রেনের সামনে সর্বোচ্চ চ্যালেঞ্জ ভূখণ্ড রক্ষা: জেলেনস্কি

শেয়ার করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, সেখানে ইউক্রেনের ভূখণ্ড রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

প্যারিসে ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের প্রধান অগ্রাধিকার হলো-নিরাপত্তার নিশ্চয়তা, দেশের সার্বভৌমত্ব বজায় রাখা এবং এমন কোনো সমঝোতা না করা যা রাশিয়ার দখলকে বৈধতা দিতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভূখণ্ডের বিষয়টি।’

তিনি অংশীদার দেশগুলোকে সতর্ক করে বলেন, ‘যেন এমন কোনো ফল না আসে যা রাশিয়াকে তার শুরু করা যুদ্ধের জন্য পুরস্কৃত করার মতো মনে হয়।’

ওই মন্তব্য এমন সময় এসেছে যখন ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড ও যুক্তরাজ্যের কর্মকর্তারা প্যারিসে আলোচনায় অংশ নিয়েছেন। তারা যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও ফোনালাপ করেছেন।

জেলেনস্কি বলেন, ‘বৈঠকে আগের দিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে হওয়া আলোচনাগুলোর বিষয়বস্তুও পর্যালোচনা করা হয়েছে।’

ইউরোপ জুড়ে আরও বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর