শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

স্বল্পদৈর্ঘ্য সিনেমায় মোনালিসা

শেয়ার করুন

ছোটপর্দার একসময়ের প্রিয় মুখ মোজেজা আশরাফ মোনালিসা। নিউইয়র্ক প্রবাসী এ অভিনেত্রী সাম্প্রতিক সময়ে অভিনয়, ফটোশুট ও মিউজিক ভিডিওর কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। নিউইয়র্কের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত পারফর্ম করার পাশাপাশি তিনি কাজ করেছেন কয়েকটি শর্টফিল্ম ও বিজ্ঞাপনে। স্বাভাবিক রূপ, সাবলীল অভিনয় আর পর্দায় উপস্থিতির কারণে তরুণ দর্শকের কাছে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছেন। এবার প্রথমবারের মতো সংগীতশিল্পী ও নির্মাতা হৃদয় খানের সঙ্গে জুটি বেঁধে হাজির হচ্ছেন স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’ এ। ছয় বছর আগে সংগীতশিল্পী হৃদয় খান নির্মাণ করেছিলেন ট্র্যাপড নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। তবে রহস্যজনক কারণে সিনেমাটি আর মুক্তি পায়নি। অবশেষে মুক্তির অপেক্ষা শেষ হতে যাচ্ছে। হৃদয় খান জানিয়েছেন, ডিসেম্বরেই মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।

    সাম্প্রতিক খবর

    এই বিভাগের আরও খবর