শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

বিআরটিসির দুই বাসে আগুন

শেয়ার করুন

নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে বিআরটিসি ডিপোতে দাঁড়ানো দুটি বাসে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

এতে ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- চলাচলকারী বাস দুইটির উর্ধ্বাংশ পুড়ে যায়। একটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাটি ঘটে বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম। স্থানীয়রা জানান, ডিপোতে প্রতিদিন ২১টি বাস রাখা হয়। দুর্বৃত্তরা দুইটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে মাইজদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার জানান, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে জানা যাবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর