শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে: সালাহউদ্দিন আহমদ

শেয়ার করুন

বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিকদের অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বহদ্দারকাটা স্কুল স্টেশনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা রক্ষা করে। আমরা শপথ নিয়েছি, সরকার গঠন করলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। এ দেশে নাগরিকদের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এক থেকে দেড় বছরের মধ্যে দেড় কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শিক্ষিত বেকাররা নির্দিষ্ট সময় পর্যন্ত ভাতা পাবেন।

তিনি জানান, দরিদ্র পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেয়া হবে। এর মাধ্যমে প্রয়োজনীয় নিত্যপণ্য বিনামূল্যে দেয়া হবে। কৃষকদের কৃষিকার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে বীজ, সার এবং সহজ শর্তে ঋণ সুবিধা দেয়া হবে। এ দেশ হবে কৃষকের বাংলাদেশ, কৃষিবান্ধব বাংলাদেশ।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর