জন এফ. কেনেডি সেন্টারের লাল গালিচায় একের পর এক পা পড়ল কিংবদন্তিদের। ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে তাদের মধ্যে বিশেষ নজর কাড়লেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে লাল গালিচা দিয়ে অতিথিদের আসন গ্রহণ করেন। তারপর গান ও ইনফান্তিনোর স্বাগত বক্তব্যের পর ট্রাম্পকে দেওয়া হলো ফিফা শান্তি পুরস্কার।
পুরস্কারের পদক নিজেই নিজের গলায় ঝুলান ট্রাম্প। পাশে থেকে ইনফান্তিনো পুরস্কারের জন্য দেওয়া সার্টিফিকেট থেকে কিছু অংশ পড়ে শোনান।
পুরস্কার পেয়ে ট্রাম্প বলেন, ‘পৃথিবী এখন অনেক নিরাপদ স্থান। এটা সত্যি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। আমরা লাখ লাখ জীবন বাঁচিয়েছি, যেমন- কঙ্গোর উদাহরণ দেওয়া যায়। ভারত ও পাকিস্তানের যুদ্ধও শুরু হওয়ার আগেই থামানো হলো। জিয়ান্নি অসাধারণ কাজ করেছে। টিকিট বিক্রিতে আপনি রেকর্ড গড়েছেন। এটা ফুটবল ও আপনার জন্য দারুণ ব্যাপার।’


