বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ছয়জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ সময় পাঁচটি মাছ ধরার নৌকাও জব্দ করা‌ হয়।

গ্লোবাল আরাকান নেটওয়ার্ক নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়, আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ ও অননুমোদিত মাছ ধরার অভিযোগে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স জেলেদের আটক করে।

ঘটনাটি ঘটে ৩ ডিসেম্বর ভোর ৩টার দিকে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফের ঝিমংখালি নাফ নদী সংলগ্ন এলাকায়। ওয়েবসাইটটি শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে।

হোয়াইক্যং ইউনিয়ন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, ৩ ডিসেম্বর ঝিমংখালি সংলগ্ন নাফনদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৬ জেলেকে আটক করে। তাদের মধ্যে দুজন হোয়াইক্যং উত্তর পাড়ার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সেলিম ও রইক্ষ্যং গ্রামের অলি হোসনের ছেলে রিয়াজ উদ্দিন। বাকি চারজন রোহিঙ্গা বলে জানা গেছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানান, জেলে আটকের বিষয়টি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের অবগত করেনি। তবে বিষয়টি খোঁজখবর নিচ্ছি।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর