বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

এশিয়া কাপে জয় বাংলাদেশের

শেয়ার করুন

নিজেদের প্রথম ম্যাচে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ইতিহাসে রেকর্ড গড়ে জিতেছে বাংলাদেশ। এই জয়ে বয়সভিত্তিক টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ লক্ষ্য সফলভাবে তাড়া করার রেকর্ড গড়েছে বাংলাদেশের যুব দল।

শনিবার (১৩ ডিসেম্বর) রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে তারা। 

দ্বিতীয়বারের মত শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশ গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচেই পায় উড়ন্ত সূচনা। জাওয়াদ আবরার ও রিফাত বেগের উদ্বোধনী জুটিতে আসে ১৫১ রান। জাওয়াদ ৯৬ ও রিফাত ৬২ রান করে শক্ত ভিত গড়ে দেন। এই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও নেপাল।

সংযুক্ত আরব আমিরাতেকর দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৮৩ রান তোলে আফগানিস্তান। দলের ইনিংসটি মূলত গড়ে দেন ফয়সাল শিনোজাদা। ৯৪ বলে আট চার ও চার ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া উজাইরুল্লাহ নিয়াজাইয়ের ৪৪ রান এবং শেষদিকে আজিজুল্লাহ মিয়াখিলের অপরাজিত ৩৮ ও আবদুল আজিজের অপরাজিত ২৬ রানে ভর করে লড়াই করার মতো পুঁজি পায় আফগানিস্তান।

উত্তরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে জাওয়াদ ও রিফাত মিলে ইনিংস কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। পূর্ণ নিয়ন্ত্রণে থাকা জাওয়াদ সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে আউট হন। রিফাতও দায়িত্বশীল ব্যাটিং করে দলকে এনে দেন শক্ত অবস্থান।

ওপেনিং জুটি ভাঙার পর অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৪৮ বলে ৪৭ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষদিকের ছন্দপতন শঙ্কা জাগালেও শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ৪৮ ওভার ৫ বলে জয় নিশ্চিত করে আজিজুল হাকিমের দল।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর