শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

রাজকীয় সাজে নজর কাড়লেন সাদিয়া আয়মান

শেয়ার করুন

অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করার পর এবার নিজের রূপের দ্যুতি ছড়িয়ে ভক্তদের নজর কাড়লেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সচরাচর মেকওভার ফটোশুটে দেখা না গেলেও সম্প্রতি একটি ব্রাইডাল লুকে লাল বেনারসিতে নিজেকে রাজকীয়ভাবে উপস্থাপন করেছেন তিনি। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে সোনালি জরির কাজ করা লাল বেনারসি, ভারী কুন্দনের গয়না, গাঢ় কাজল ও লালের উষ্ণ আভায় নিজেকে অনন্য রূপে মেলে ধরেছেন এই অভিনেত্রী।

সাদিয়ার এই স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ সাজ দেখে ভক্তরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কেউ মন্তব্যের ঘরে তাকে ‘বাংলাদেশের রানি’ আখ্যা দিয়েছেন, আবার কেউ তার মাঝে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ছায়া খুঁজে পেয়েছেন। পরিশ্রমে অর্জিত সাফল্য ও স্বাধীনতা থেকেই নিজেকে ‘রানি’ ভাবতে ভালোবাসেন সাদিয়া, যার প্রতিফলন তার এই দৃপ্ত ভঙ্গিমা ও ফটোশুটে স্পষ্টভাবে ফুটে উঠেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমা এবং ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’সহ বেশ কিছু নাটকে অভিনয়ের মাধ্যমে চলতি বছরও তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি তার এই নতুন ফ্যাশন স্টেটমেন্টও ভক্তমহলে বেশ সাড়া জাগিয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর