বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

৫০ শতাংশ বাড়িয়ে ফুটবল বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা

শেয়ার করুন

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ান দল পাবে রেকর্ড ৫ কোটি মার্কিন ডলার প্রাইজমানি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬১০ কোটি টাকার বেশি। বুধবার (১৭ ডিসেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে।

ঘোষণা অনুযায়ী, ফুটবল বিশ্বকাপের অর্থ পুরস্কার গত আসরের তুলনায় ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আগামী আসরের জন্য থাকছে রেকর্ড ৬৫ কোটি ৫০ লাখ ডলার।

আগামী জুন-জুলাইয়ে ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। টুর্নামেন্টের ইতিহাসে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় আসর।

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। যেখানে শিরোপা জয়ী আর্জেন্টিনা পেয়েছিল চার কোটি ২০ লাখ ডলার। রানার্সআপ ফ্রান্সকে দেওয়া হয়েছিল তিন কোটি ডলার।

আগামী বিশ্বকাপের চ্যাম্পিয়ান দল পাবে পাঁচ কোটি ডলার। গতবারের চেয়ে যা ৮০ লাখ ডলার বেশি। আর রানার্সআপ দলকে দেওয়া হবে তিন কোটি ৩০ লাখ ডলার।

টুর্নামেন্টে তৃতীয় হওয়া দলের ঝুলিতে যাবে দুই কোটি ৯০ লাখ ডলার। আর চতুর্থ হওয়া দল পাবে দুই কোটি ৭০ লাখ ডলার। কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়া চার দলকে দেওয়া হবে এক কোটি ৯০ লাখ ডলার করে।

শেষ ষোলোর চ্যালেঞ্জ ভাঙতে না পারা দলগুলো পাবে এক কোটি ৫০ লাখ ডলার করে। আর যে দলগুলো রাউন্ড অব ৩২ পেরুতে পারবে না, তাদের দেওয়া হবে এক কোটি ১০ লাখ ডলার করে।

গ্রুপ পর্ব পার করতে ব্যর্থ দলগুলোকে ৯০ লাখ ডলার করে দেওয়া হবে। এর সঙ্গে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা প্রতিটি দল প্রস্তুতিমূলক ব্যয় হিসেবে অতিরিক্ত ১৫ লাখ ডলার করে পাবে। অর্থাৎ, টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি দলের কমপক্ষে এক কোটি ৫ লাখ ডলার পাওয়া নিশ্চিত।

উত্তর আমেরিকার তিনটি দেশের মোট ১৬টি শহরে হবে এবারের বিশ্বকাপ। ১০৪ ম্যাচের আসরটির পর্দা উঠবে আগামী ১১ জুন।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর