বিখ্যাত একজন বাঙালির বায়োপিকে অভিনয় করবেন সাইফ আলি খান। সিনেমায় চরিত্রের মুখে থাকবে বাঙালি উচ্চারণে বাংলা সংলাপ। তাই মাস তিনেক ধরে বাংলা ভাষা শিখছেন সাইফ। এই তিন মাস ধরে অন্য কিছু করছেন না, শুধুই এ সিনেমার জন্য সময় দিচ্ছেন।
তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি সাইফ। শুধু জানালেন, অনেক দিন পর এমন একটি প্রজেক্ট এসেছে তার হাতে, যার জন্য দীর্ঘ প্রস্তুতি দরকার। এই প্রস্তুতির প্রক্রিয়া দারুণ উপভোগ করছেন তিনি।
এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে সাইফ আলি বলেন, ‘এটি বিখ্যাত এক ব্যক্তির বায়োপিক, তৈরি হবে বাংলা ভাষায়। শুটিং শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রস্তুতি নিচ্ছি। ‘স্যাক্রেড গেমস’ সিরিজের এতদিন পর এমন একটি প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পারলাম, যার জন্য ব্যাপক প্রস্তুতি দরকার। চরিত্রটির ধারণা পেয়েছি, এখন আমাকে এটি আত্মস্থ করতে হবে।’


