শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে এমন তথ্য জানা নেই : মন্ত্রিপরিষদ সচিব

শেয়ার করুন

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে এমন কোনো তথ্য আমার জানা নেই।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা পরিষদ পুর্নগঠন হচ্ছে, সকাল থেকেই এই নিয়ে আলোচনা চলছে। সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিবকে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়ে কোনো খবর তার কাছে নেই।

বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সচিব।  

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর