বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

আইনি বিপাকে করণের ‘হোমবাউন্ড’

শেয়ার করুন

অস্কারের শর্টলিস্টে জায়গা করে নিয়ে ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছিল ‘হোমবাউন্ড’। তবে সেই সাফল্যের আনন্দের মধ্যেই বড় ধরনের বিতর্কে জড়িয়েছে ছবিটি। জনপ্রিয় বলিউড প্রযোজক করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে সরাসরি গল্প চুরির অভিযোগ উঠেছে।

নীরজ ঘাওয়ান পরিচালিত এই সিনেমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন সাংবাদিক ও লেখিকা পূজা ছাঙ্গোইওয়ালা। তার অভিযোগ, ২০২১ সালে প্রকাশিত তার আলোচিত উপন্যাস ‘হোমবাউন্ড’ থেকে অনুমতি ছাড়াই সিনেমাটির গল্প, চরিত্র ও প্রেক্ষাপট নেওয়া হয়েছে।

পূজা ছাঙ্গোইওয়ালা জানান, ২০২০ সালের করোনা মহামারির সময় ভারতের পরিযায়ী শ্রমিকদের করুণ বাস্তবতা ও সংগ্রামকে কেন্দ্র করে তিনি উপন্যাসটি লিখেছিলেন। সিনেমাটি দেখার পর তিনি বিস্মিত হয়ে লক্ষ্য করেন, ছবির গল্প, প্রধান চরিত্র এবং সামগ্রিক কাঠামোর সঙ্গে তার বইয়ের অদ্ভুত রকমের মিল রয়েছে। বিশেষ করে ছবির দ্বিতীয় অংশের সঙ্গে উপন্যাসের সাদৃশ্য অত্যন্ত স্পষ্ট বলে দাবি করেন তিনি।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৫ অক্টোবর ধর্মা প্রোডাকশন ও নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়ার কাছে আইনি নোটিশ পাঠান লেখিকা। নোটিশে তিনি উল্লেখ করেন, তার সৃজনশীল কাজ কোনো অনুমতি বা স্বীকৃতি ছাড়াই ব্যবহার করা হয়েছে, যা সরাসরি মেধাস্বত্ব আইনের লঙ্ঘন।

এদিকে, এ বিষয়ে করণ জোহরের প্রযোজনা সংস্থা এখনো গণমাধ্যমে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। জানা গেছে, আইনি নোটিশ পাওয়ার পর বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে প্রযোজনা সংস্থাটি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই অভিযোগের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর