বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

৫ ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলন প্রসঙ্গে যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

শেয়ার করুন

একীভূত হওয়া সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ শিগগিরই কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা সময় চূড়ান্ত হয়নি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এক বিজ্ঞপ্তিতে জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে সোমবার (২৯ ডিসেম্বর) থেকে টাকা তোলা যাবে—এমন খবর সঠিক নয়।
তিনি বলেন, মার্জারের আওতাভুক্ত পাঁচ ব্যাংকের আমানতকারীদের চাহিদা বিবেচনায় উত্তোলন সুবিধা দেওয়া হবে, কিন্তু নির্দিষ্ট সময়সূচি এখনও নির্ধারিত হয়নি।
এর আগে গত ৫ নভেম্বর আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক—অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। পরে ৯ নভেম্বর এসব ব্যাংক একীভূত করে নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়। গত ৩০ নভেম্বর চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়।

কীভাবে টাকা তুলতে পারবেন আমানতকারীরা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান—যাদের হিসাবে দুই লাখ টাকা বা এর কম রয়েছে, তারা একবারেই পুরো টাকা তুলতে পারবেন। যাদের হিসাবে দুই লাখ টাকার বেশি, তারা প্রতি তিন মাসে সর্বোচ্চ এক লাখ টাকা করে দুই বছর পর্যন্ত তুলতে পারবেন। ৬০ বছরের বেশি বয়সী, ক্যানসার বা জটিল রোগে আক্রান্ত আমানতকারীদের ক্ষেত্রে সীমা শিথিল থাকবে; তারা প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ টাকা তুলতে পারবেন।সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই পাঁচ ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট আমানত ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। বিপরীতে ঋণ রয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশই খেলাপি। দেশে এসব ব্যাংকের ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট আউটলেট ও ৯৭৫টি এটিএম বুথ রয়েছে। একীভূতকরণের পর একই এলাকায় একাধিক শাখা কমিয়ে আনা হবে এবং পরিচালন ব্যয় কমাতে কর্মীদের বেতন-ভাতা ইতোমধ্যে ২০ শতাংশ কমানো হয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর