জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে এক নজর দেখার উন্মাদনা শেষ পর্যন্ত রূপ নিয়েছিল এক ভয়াবহ ট্র্যাজেডিতে। সেই মর্মান্তিক ঘটনার এক বছরেরও বেশি সময় পর এবার বড় ধরনের আইনি পদক্ষেপ নিল হায়দরাবাদ পুলিশ। ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার চলাকালীন পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে পুলিশের এই সিদ্ধান্তের ফলে এই দক্ষিণী সুপারস্টার এখন বড় ধরনের আইনি সংকটের মুখে পড়েছেন।
২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি এক্স রোডস এলাকার সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ার শো চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। প্রিয় তারকাকে দেখার জন্য সেখানে কয়েক হাজার ভক্ত সমবেত হয়েছিলেন। ভিড় সামলাতে ব্যর্থ হওয়ায় এক পর্যায়ে ভয়াবহ পদদলনের সৃষ্টি হয়, যাতে রেভাথি নামে ৩৫ বছর বয়সী এক নারী প্রাণ হারান এবং তাঁর ছোট সন্তান শ্রীতেজ মারাত্মকভাবে আহত হন। ঘটনার এক বছর পর হায়দরাবাদের নামপল্লি আদালতে জমা দেওয়া এই চার্জশিটে আল্লু অর্জুনসহ মোট ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে পুলিশ দাবি করেছে যে, প্রিমিয়ার শোতে অভিনেতার উপস্থিতির বিষয়ে আগে থেকে তথ্য থাকলেও আয়োজকরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছেন। এমনকি নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করে পুলিশের পক্ষ থেকে অভিনেতাকে সেখানে উপস্থিত না হওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি তা উপেক্ষা করে হাজির হন। চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে যে, আল্লু অর্জুনের ব্যক্তিগত ম্যানেজার, স্টাফ এবং বেসরকারি দেহরক্ষীদের উসকানিমূলক আচরণ ভিড়কে আরও অনিয়ন্ত্রিত ও বিপজ্জনক করে তুলেছিল। এছাড়াও থিয়েটার কর্তৃপক্ষের অবহেলা এবং পৃথক প্রবেশ ও প্রস্থান পথ না থাকাকেও এই মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে।
ইতিমধ্যে এই মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ ধারাসহ জননিরাপত্তা বিপন্ন করার একাধিক ধারা যুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে, ঘটনার পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে আল্লু অর্জুনকে একবার গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। বর্তমানে চার্জশিট দাখিলের মাধ্যমে মামলাটি পূর্ণাঙ্গ বিচারিক প্রক্রিয়ায় প্রবেশ করল। অন্যদিকে, নিহত রেভাথির পরিবার ন্যায়বিচারের পাশাপাশি আহত শিশুটির দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছেন। বিনোদন জগতের অন্যতম শীর্ষ তারকার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ও বিচারিক তৎপরতা বর্তমানে ভারতজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


