ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন দাখিলের শেষ দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের ২৭২টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য জানান।
দলটির শীর্ষ নেতাদের মধ্যে সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (বরিশাল-৫ ও ৬), নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল (খুলনা-৩), প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী (ঢাকা-৪), মহাসচিব মাওলানা ইউনুস আহমদ (ঢাকা-১ ও ৪), সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান (গাজীপুর-৫), ইঞ্জিনিয়ার আশরাফুল আলম (কুমিল্লা-২), অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ (ঢাকা-১১), সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান (মুন্সিগঞ্জ-১), মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম (কুমিল্লা-৩), সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের (বরিশাল-৪) এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক (ঢাকা-৯) মনোনয়নপত্র দাখিল করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মনোনয়ন দাখিল করলেও একই সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।


