আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট ধোঁয়াশা এখনো কাটেনি। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আপত্তি জানিয়ে ভেন্যু পরিবর্তনের জোর দাবি তুলেছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বিসিবির আলোচনা চললেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। এর মধ্যেই ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো দাবি করেছে যে, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে ২১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। তবে বিসিবির পক্ষ থেকে এই সময়সীমার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি পরিচালক আমজাদ হোসেন ডেডলাইন বা সময়সীমা সংক্রান্ত খবরটি নাকচ করে দেন। তিনি জানান, গত শনিবার ১৭ জানুয়ারি ঢাকায় আইসিসির একজন প্রতিনিধির সঙ্গে বিসিবির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিকল্প ভেন্যুর জন্য জোরালো অনুরোধ জানানো হয়েছে এবং এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনাও হয়েছে। আমজাদ হোসেনের ভাষ্যমতে, আইসিসির প্রতিনিধিরা বিসিবির বক্তব্য ও উদ্বেগের বিষয়গুলো শুনেছেন এবং জানিয়েছেন যে তারা বিষয়টি আইসিসির সদর দপ্তরে অবহিত করবেন।
বিসিবি পরিচালক আরও স্পষ্ট করেন যে, আইসিসির পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ বা ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানানোর মতো কোনো সময়সীমা তাদের দেওয়া হয়নি। আইসিসি কেবল জানিয়েছে যে তারা আলোচনার বিষয়বস্তু পর্যালোচনা করে পরবর্তীতে বিসিবিকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে। ফলে ভেন্যু পরিবর্তন হবে কি না বা বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেবে কি না, তা জানতে আইসিসির আনুষ্ঠানিক বার্তার অপেক্ষাতেই থাকতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।


