শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

সিনেমা পরিচালনাই কি শেষ ভরসা সালমানের?

শেয়ার করুন

বলিউডের সুপারস্টার সালমান খানের চলচ্চিত্র ক্যারিয়ারে এখন কিছুটা মন্দা চলছে। যদিও তাতে তার তারকাখ্যাতিতে বিন্দুমাত্র ভাটা পড়েনি, তবুও অভিনেতা হিসেবে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য আসছে না। এমন পরিস্থিতিতে নিজের নিজেকে ফর্মে আনতে এবার পরিচালনায় নাম লেখাতে চলেছেন— এমন গুঞ্জন এখন বিটাউনে। 

ভারতীয় গণমাধ্যমের খবর, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’-এর চতুর্থ কিস্তি দিয়েই তিনি পরিচালক হিসেবে অভিষেক করতে পারেন সালমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খানের ভাই ও অভিনেতা আরবাজ খান ‘দাবাং ফোর’ নির্মাণের কথা জানিয়েছেন।

জানা গেছে, ছবিটির চিত্রনাট্যের প্রাথমিক খসড়া প্রস্তুত এবং অন্যান্য কাজও কিছুটা এগিয়েছে। তবে পরিচালকের আসনে কাকে দেখা যাবে, সে বিষয়ে আরবাজ কোনো তথ্য দেননি।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর