সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

রাষ্ট্র সংস্কারে তারুণ্যের ভাবনা: গোলটেবিল বৈঠকে নানা প্রস্তাব

শেয়ার করুন

সমাজের তরুণ প্রজন্ম থেকে শুরু করে শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ ও সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে “রাষ্ট্র সংস্কারে তারুণ্যের ভাবনা” শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে উঠে এসেছে ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো নিয়ে নানা দৃষ্টিভঙ্গি ও প্রস্তাব।

শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে রাষ্ট্র-সংস্কারকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত তুলে ধরা হয়।

নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক কবীর হাসান আলোচনায় বলেন, তরুণদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে “নিয়মিত সংস্কারভিত্তিক সংলাপ আয়োজন জরুরি”।

ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমাদ মত দেন, “দলীয় দৃষ্টিকোণের বাইরে গিয়ে জাতীয় স্বার্থে সংস্কার আলোচনা বিস্তৃত করতে হবে।”

লেখক ও শিক্ষক শামস আরেফিন দেশের দীর্ঘদিনের ঋণখেলাপি সংকট মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ষড়ঋতু উদযাপন জাতীয় পরিষদের সদস্য সচিব দীপান্ত রায়হান জোর দেন সাংস্কৃতিক অস্থিরতা রোধ এবং দেশীয় সংস্কৃতি সুরক্ষার ওপর।

সাকিব প্রত্যয় বলেন, “ভাষাগত সৃজনশীলতা ও নৈতিকতার চর্চা কথায় নয়, কাজে প্রতিফলিত হওয়া উচিত।”

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সভাপতি লামিয়া ইসলাম বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে আশাব্যঞ্জক শিক্ষা সংস্কার শুরু না হওয়ায় দ্রুত শিক্ষা কমিশন গঠনের বিকল্প নেই।

বৈঠকে অংশগ্রহণকারীরা একমত হন যে “সংস্কারের উপযুক্ত সময় এখনই”—এবং গণমানুষের প্রত্যাশা পূরণে রাষ্ট্র-সংস্কারের দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

গোলটেবিল বৈঠকটির সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক সানাউল্লাহ সাগর। সঞ্চালনায় ছিলেন শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক অ্যাডভোকেট আবু আল রায়হান (রুদ্রাক্ষ রায়হান)।

এ ছাড়া বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইদুল খন্দকার সবুজ, যুগ্ম সম্পাদক দিদার ভুঁইয়া, নারী বিষয়ক সম্পাদক জাকিয়া শিশির, সংস্কৃতি সম্পাদক উম্মে হাবিবা, শিক্ষক ও নাট্যকর্মী মঈন মুনতাসীর, জুলাই আন্দোলনের সংগঠক হাওলাদার হাসিব, জাতীয়তাবাদী রাজনীতি বিশ্লেষক কৃষিবিদ মাহবুব নাহিদ, নাগরিক ছাত্র ঐক্যের সাবেক সভাপতি তরিকুল ইসলাম এবং ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার।

তরুণ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শেখ সাদী ইমু, ফাহিম মুন্তাসির, তানভীর, সাদমান ও শহিদুল ইসলাম।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর