সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

জোট প্রার্থীদের দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জের রিট শুনানি আজ

শেয়ার করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনানি আজ সোমবার (১ ডিসেম্বর) হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রিটটি রাখা হয়েছে। এর আগে রোববার রিট আবেদন উত্থাপিত হলে আদালত সোমবারকে শুনানির দিন হিসেবে নির্ধারণ করেন।

সরকার গত ৩ নভেম্বর আরপিও সংশোধন করে জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা বাধ্যতামূলক করে। পূর্বের নিয়মে জোটের কোনো শরিক দল চাইলে জোটের অন্য দলের প্রতীক ব্যবহার করে প্রার্থী হতে পারত।

নতুন ওই বিধানের ৯ অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা চেয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন ২৭ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে সংবিধানের ২৮, ৩৮ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সংশোধনীটির সাংঘর্ষিক দিক তুলে ধরা হয়েছে।

রোববার আদালত কার্যক্রম শুরু হলে আবেদনকারীর জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম রিটের বিষয়টি উপস্থাপন করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী সাহেদুল আজম। পরে বেঞ্চ আজ সোমবার শুনানির সময় নির্ধারণ করেন।

রিটে সংশোধিত ৯ অনুচ্ছেদের কার্যক্রম রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার আবেদনও করা হয়েছে। পাশাপাশি জোটভুক্ত রাজনৈতিক দলের প্রার্থীরা যাতে জোটের শরিক অন্য কোনো দলের প্রতীক ব্যবহার করতে পারেন- সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে আইনসচিব, নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর