সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

রাজধানীতে যুবককে গুলি করে হত্যা

শেয়ার করুন

পূর্বশত্রুতার জেরে রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইনের আশরাফ মাষ্টার স্কুলের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে নিহতের বাবা মন্টু শেখ জানান, তাদের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসাবাড়ি গ্রামে। পাপ্পু সিএনজি চালাতো। স্ত্রী জান্নাত ও এক ছেলেকে নিয়ে পুর্ব জুরাইন মিষ্টির দোকান এলাকায় থাকতো।

তিনি আরও জানান, সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলেন পাপ্পু। এর ১০ মিনিট পরই খবর আসে আশরাফ মাষ্টার স্কুলের সামনে গুলি করা হয়েছে তাকে। পাপ্পুকে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে ওই হাসপাতালে গিয়ে পাপ্পুকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত পাপ্পু শেখের বন্ধু সানি বলেন, গ্যাস পাইপ এলাকার কানা জব্বারের ছেলে বাপ্পা (৩৫) ও স্থানীয় কানচি ওরফে ফরমা কানচিসহ কয়েকজন পাপ্পুকে গুলি করে পালিয়ে গেছে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। কয়েকদিন আগে বাপ্পার ভাতিজা হিমেলের সঙ্গে পাপ্পুর একটি ঝগড়া হয়েছিল। সেই ঘটনার জের ধরে আজ গুলি করতে পারে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর