শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

সুনামগঞ্জে ১২ উপজেলায় হাওরে ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন

শেয়ার করুন

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার কালনার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, কাবিটা প্রকল্পের আওতায় ১০৩ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ জেলার ১৩৭টি হাওরে বোরো ফসল রক্ষায় প্রায় ৫৯০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করা হবে। এসব কাজ বাস্তবায়নে ৫১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে পিআইসির মাধ্যমে এ কাজ সম্পন্ন করা হবে।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আজ আমরা সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করেছি। তবে সব পিআইসি একযোগে কাজ শুরু করা সম্ভব নয়। কারণ সব এলাকায় এখনো পানি নামেনি এবং অনেক জায়গায় মাটি পাওয়া যাচ্ছে না। যেসব বাঁধ কাজ করার উপযোগী হবে, সেসব বাঁধের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু করে দ্রুত শেষ করা হবে।

তিনি আরও বলেন, প্রতিবারই আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকে নামমাত্র উদ্বোধন করে কাজ বন্ধ থাকে। এবার সে অভিযোগের সুযোগ থাকবে না। এজন্য কালনার হাওরে ফসল রক্ষা বাঁধ পিআইসির সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্তত টানা ১৫ দিন কাজ চালিয়ে গিয়ে যেন দ্রুত বাঁধ নির্মাণের কাজ শেষ করা হয়।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে কোনো সমস্যা হবে কি না—এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, যেসব কর্মকর্তা বিভিন্ন উপজেলায় নির্বাচন দায়িত্বে থাকবেন, তারাই একই সঙ্গে ফসল রক্ষা বাঁধের কাজ তদারকি করবেন। ফলে একসঙ্গে নির্বাচন কার্যক্রম ও বাঁধ নির্মাণ কাজ চলবে, এতে কোনো ব্যাঘাত ঘটবে না।

সংশ্লিষ্টদের মতে, সময়মতো ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার সম্পন্ন হলে আগাম বন্যা ও পাহাড়ি ঢলের ক্ষতি থেকে হাওরাঞ্চলের কৃষকের বোরো ফসল রক্ষা পাবে এবং কৃষকরা স্বস্তি ফিরে পাবেন।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর