শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

সুপারি গাছের খোল দিয়ে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব তৈজসপত্র

শেয়ার করুন

পরিবেশ দূষণ কমাতে এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে সুপারি গাছের খোল দিয়ে তৈরি হচ্ছে নানান ধরনের আকর্ষণীয় ও পরিবেশবান্ধব তৈজসপত্র। থালা, বাটি, ট্রে ও নাস্তার প্লেটসহ দৈনন্দিন ব্যবহারের এসব পণ্য এখন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

সুপারি গাছের প্রাকৃতিকভাবে ঝরে পড়া খোল সংগ্রহ করে কোনো রাসায়নিক ব্যবহার না করেই আধুনিক প্রযুক্তিতে এসব তৈজসপত্র তৈরি করা হচ্ছে। ফলে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে না, অন্যদিকে তৈরি হচ্ছে টেকসই ও স্বাস্থ্যসম্মত পণ্য।

উৎপাদকরা জানান, সুপারি খোলের তৈজসপত্র সম্পূর্ণ জীবাণুমুক্ত, হালকা ও তাপ সহনশীল। গরম খাবার পরিবেশনেও এগুলো নিরাপদ। ব্যবহার শেষে সহজেই মাটিতে মিশে যায়, যা প্লাস্টিক বর্জ্যের বিকল্প হিসেবে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

এই উদ্যোগের ফলে গ্রামীণ পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অনেক উদ্যোক্তা স্বল্প পুঁজি নিয়ে এই শিল্পে যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছেন। পাশাপাশি দেশীয় বাজারের পাশাপাশি বিদেশেও এসব পণ্যের চাহিদা বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।

পরিবেশবিদদের মতে, এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা বলেন, “প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তৈরি পণ্যই ভবিষ্যতের টেকসই সমাধান।”

সুপারি গাছের খোল দিয়ে তৈরি এই পরিবেশবান্ধব তৈজসপত্র এখন শুধু বিকল্প নয়, বরং পরিবেশ সচেতন মানুষের প্রথম পছন্দে পরিণত হচ্ছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর