সৌদি আরবের রিয়াদে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের মারজিয়া আক্তার ইকরা। শনিবার (৮ নভেম্বর) মেয়েদের ভারোত্তোলনে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৬৩ কেজি ভার তুলে তিনি এই পদক অর্জন করেন।
৫৩ কেজিতে আটজন নারী ভারোত্তোলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে তুরস্কের কানসেল সর্বোচ্চ ১৮৮ কেজি তুলে স্বর্ণ জেতেন। ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি তুলে রৌপ্য পদক পান। আর আজারবাইজানের সেইজান ইকরার চেয়ে চার কেজি কম তুলে চতুর্থ হন।
তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত সবশেষ ইসলামিক গেমসে বাংলাদেশের পদক ছিল আরচারিতে। এবার সৌদির রিয়াদে আরচারি ও শ্যুটিং নেই। এই দুটি খেলা না থাকায় বাংলাদেশের পদকের সম্ভাবনা ও প্রত্যাশা তেমন ছিল না। এ অবস্থায় ভারোত্তোলনে ইকরার ব্রোঞ্জ যেন অনেকটা চমকই।
গতকাল বাংলাদেশের আরও দুই ভারোত্তোলকের খেলা ছিল। ৪৮ কেজিতে বৃষ্টি পঞ্চম এবং ৬০ কেজিতে আশিকুর রহমান তাজ ষষ্ঠ হন।

