ভারতীয় সিনেমার দুই মেরুর দুই মহাতারকা শাহরুখ খান ও রজনীকান্তকে প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে একই সিনেমায় দেখার দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। এতকাল যা ছিল কেবল ভক্তদের জল্পনা আর গুঞ্জন, এবার যেন তা বাস্তবের রূপ নিতে যাচ্ছে। এই বিস্ফোরক তথ্যটি সম্প্রতি ফাঁস করেছেন ভারতীয় সিনেমার আরেক কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। এক সাক্ষাৎকারে নিজের আসন্ন ছবি ‘জেলার ২’ নিয়ে কথা বলতে গিয়ে তিনি নিশ্চিত করেছেন যে, এই মেগা প্রজেক্টে শাহরুখ খান ও রজনীকান্ত প্রথমবারের মতো পর্দা ভাগ করবেন।
মিঠুন চক্রবর্তী জানান, নেলসন দিলীপ কুমার পরিচালিত ‘জেলার ২’ ছবিটি হতে চলেছে এক বিশাল তারকাসমেত মহাযজ্ঞ। এই ছবিতে রজনীকান্ত ও শাহরুখ খানের পাশাপাশি আরও অভিনয় করছেন মালয়ালম সুপারস্টার মোহনলাল, কন্নড় তারকা শিবা রাজকুমার এবং গুণী অভিনেত্রী রম্যা কৃষ্ণাণ। ছবির রোমাঞ্চকর দিকটি হলো এর অভিনয় সমীকরণ। মিঠুন চক্রবর্তীর ভাষ্যমতে, তিনি নিজে এই ছবিতে খলচরিত্রে অভিনয় করছেন এবং বাকি সব মহাতারকারা মিলে তাঁর বিরুদ্ধে লড়াই করবেন। অর্থাৎ, পর্দা কাঁপাতে একাধিক সুপারস্টারের মুখোমুখি সংঘর্ষের এক অভাবনীয় দৃশ্য দেখতে পাবেন দর্শকরা।
এর আগে ২০১১ সালে শাহরুখ খানের ‘রা ওয়ান’ ছবিতে রজনীকান্তের একটি বিশেষ উপস্থিতির খবর প্রচার হলেও অসুস্থতার কারণে তিনি সশরীরে শুটিংয়ে অংশ নিতে পারেননি। পরবর্তীকালে ২০১৩ সালে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার একটি গানে রজনীকান্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন শাহরুখ। তবে একই গল্পের ফ্রেমে দাঁড়িয়ে দুই কিংবদন্তিকে অভিনয় করতে দেখার সুযোগ এবারই প্রথম তৈরি হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবং বড় কোনো পরিবর্তন না এলে, ২০২৬ সালের ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এবং প্রতীক্ষিত এই সিনেমাটি।


