কাঁচা পাটের রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন। গত বৃহস্পতিবার বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন এ দাবি জানিয়ে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একটি আবেদন করে। গতকাল রোববার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে এ বিষয়ে বৈঠকও করেছে।
বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন বলেছে, বর্তমানে পাটের এই উচ্চমূল্য ও সরবরাহ ঘাটতির কারণে পাটকলগুলো চাহিদা অনুযায়ী কাঁচা পাট সংগ্রহ করতে পারছে না। এ পরিস্থিতিতে অল্প সময়ের মধ্যে অধিকাংশ মিল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, যা দেশের পাট শিল্পের জন্য এটি একটি মহাবিপদ সংকেত। এ অবস্থায় অতি দ্রুত কাঁচা পাটের রপ্তানি আদেশ প্রত্যাহারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সংগঠনটির মতে, প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে অন্য বছরের তুলনায় গত বছর কাঁচা পাটের উৎপাদন তুলনামূলকভাবে কম হয়েছে। গত সেপ্টেম্বর শর্তসাপেক্ষে কাঁচা পাট রপ্তানি চালু রেখে প্রজ্ঞাপন জারি করে সরকার। ফলে কাঁচা পাটের সরবরাহ সাময়িকভাবে কিছুটা স্বাভাবিক পর্যায়ে এলেও এখন আবার কাঁচা পাটের মূল্য মণপ্রতি চার হাজার ৭০০ থেকে পাঁচ হাজার টাকায় ওঠানামা করছে।


