আসন্ন ২০২৬ সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। হিজরি ১৪৪৭ সালের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সি এবং হজযাত্রী পরিবহনকারী বিমান সংস্থাগুলোকে বিশেষ নির্দেশনা প্রদান করেছে। রবিবার (১১ জানুয়ারি) জারিকৃত এক চিঠিতে মন্ত্রণালয় জানিয়েছে যে, সকল পক্ষকে সৌদি সরকারের নির্ধারিত নিয়মাবলী এবং বাংলাদেশের ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণ করতে হবে। মন্ত্রণালয়ের এই তদারকির মূল উদ্দেশ্য হলো হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সৌদি আরবে পৌঁছানো নিশ্চিত করা।
নির্দেশনায় আরও জানানো হয়েছে যে, সৌদি সরকারের নতুন নীতিমালা অনুযায়ী একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত সকল হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এর পাশাপাশি ফ্লাইট ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় রাখতে একটি বিশেষ গাণিতিক নিয়ম অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি হজ এজেন্সির মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে পাঠাতে হবে। এছাড়া প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীদের ৩০ থেকে ৫০ শতাংশ পাঠানোর ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে মন্ত্রণালয় কঠোরভাবে সতর্ক করে দিয়েছে।
ধর্ম মন্ত্রণালয় ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ হজযাত্রী পরিবহনে নিয়োজিত অন্য তিনটি এয়ারলাইনসের কাছে এই নির্দেশনার অনুলিপি পাঠিয়েছে। এতে বলা হয়েছে যে, নির্ধারিত কোটা ও সময়সূচি অনুযায়ী টিকিট ব্যবস্থাপনা ও যাত্রী পরিবহন নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ দ্রুত গ্রহণ করতে হবে। হজযাত্রীদের যাত্রা যাতে কোনো ধরণের বিড়ম্বনা বা বিশৃঙ্খলার মুখে না পড়ে, সেজন্যই এই সময়োপযোগী নির্দেশনা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এই নতুন অনুপাতগুলো নিবিড়ভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে যাতে শেষ মুহূর্তে কোনো ধরণের সংকটের সৃষ্টি না হয়।


