শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

প্রেমের গুঞ্জন ছাপিয়ে বিয়ের পথে ধানুশ ও ম্রুণাল!

শেয়ার করুন

দক্ষিণী মেগাস্টার ধানুশ ও বলিউড তারকা ম্রুণাল ঠাকুরের দীর্ঘদিনের গোপন প্রণয় এবার পরিণতির পথে এগোচ্ছে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। বিনোদন জগতের এই চর্চিত জুটি আগামী মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর চাউর হয়েছে।

বিশেষ করে ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ধরনের জাঁকজমক এড়িয়ে ব্যক্তিগত পরিসরেই এই শুভক্ষণ উদযাপন করতে আগ্রহী এই যুগল। সেখানে কেবল দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

যদিও সম্পর্ক বা বিয়ের বিষয়ে এখন পর্যন্ত ধানুশ কিংবা ম্রুণাল—কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে একে অপরকে কেবল ভালো বন্ধু দাবি করে আসলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ায় তাদের বিশেষ রসায়ন ভক্তদের মনে বিয়ের গুঞ্জনকে আরও জোরালো করেছে। নেটিজেনদের একাংশ ধারণা করছেন, এই নীরবতার আড়ালে বড় কোনো চমকই অপেক্ষা করছে ভক্তদের জন্য।

উল্লেখ্য, এটি হতে যাচ্ছে ধানুশের দ্বিতীয় বিয়ে; এর আগে মেগাস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়ার সঙ্গে তার দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। সেই সংসারে ধানুশের দুই পুত্র সন্তানও রয়েছে। ক্যারিয়ারের শীর্ষ সময়ে থাকা ম্রুণালের সঙ্গে ধানুশের বয়সের বড় ব্যবধান সত্ত্বেও শেষ পর্যন্ত এই অভিনেত্রী দুই সন্তানের জনকের সঙ্গে ঘর বাঁধছেন কি না, সেই প্রশ্নের চূড়ান্ত উত্তর পাওয়ার জন্য আরও কিছুকাল অপেক্ষা করতে হবে।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর