বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

হাজারো ফ্লাইট কেন বাতিল হচ্ছে যুক্তরাষ্ট্রে?

Share

মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা বা শাটডাউনের কারণে বিমান চলাচলে বড় ধরনের ব্যাঘাত দেখা দিয়েছে। রোববার (১০ নভেম্বর) দেশজুড়ে অন্তত ৩,৩০৪টি ফ্লাইট বাতিল এবং ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর আগে শুক্রবার ও শনিবারও মিলিয়ে প্রায় ২,৫০০ ফ্লাইট বাতিল হয়েছিল। খবর আল জাজিরার।

১ অক্টোবর থেকে শাটডাউনের কারণে প্রায় ১৩ হাজার বিমান ট্রাফিক নিয়ন্ত্রক বেতন ছাড়াই কাজ করছেন। অতিরিক্ত চাপ ও অসুস্থতার কারণে অনেকেই ডিউটিতে যোগ দিতে পারছেন না। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাই বিমান চলাচল ধীরে ধীরে কমানোর নির্দেশ দিয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটের ধারা শুক্রবার থেকে ৪%, সোমবার ৬%, ১৩ নভেম্বর ৮% এবং ১৪ নভেম্বর ১০% কমানো হবে।

মার্কিন পরিবহণ সচিব শন ডাফি সতর্ক করেছেন, থ্যাঙ্কসগিভিং ছুটির আগে বিমান ভ্রমণ স্থবির হয়ে যেতে পারে। তিনি বলেন, “বিমান ট্রাফিক নিয়ন্ত্রকদের বেতন না দেওয়া পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হবে।”

রোববার সিনেটে রিপাবলিকান ও মধ্যপন্থি ডেমোক্র্যাটদের সমর্থনে জানুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রম চালু রাখার জন্য ‘স্টপগ্যাপ’ তহবিল প্যাকেজ এগিয়ে নেওয়ার ভোট পাশ হয়েছে। তবে এটি কার্যকর হতে হলে এখনো প্রতিনিধি পরিষদ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন প্রয়োজন।

বিশেষজ্ঞরা বলছেন, যদি নিয়ন্ত্রকদের বেতন পুনরায় প্রদান করা হয়, ফ্লাইট ব্যাঘাত দ্রুত কমবে। তবে কিছু বিশ্লেষক মনে করছেন, ফ্লাইট বাতিলের এই নির্দেশ রাজনৈতিক চাপ তৈরি করার উদ্দেশ্যে ‘ইচ্ছাকৃত’ পদক্ষেপ হতে পারে।

Read more

Local News