বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

‘ময়ূরীকে ওপরে তুলতে গিয়ে নিচে ফেলে দেই’

Share

চলচ্চিত্র অভিনেতা শ্রাবণ শাহ চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চেও কাজ করেন। এক সময় তিনি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী ময়ূরীর সঙ্গে জুটি বেঁধে দেশের বিভিন্ন স্থানে শো করেছেন। সম্প্রতি তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একবার এমন শো করতে গিয়ে ময়ূরীকে নিচে ফেলে দেওয়ার ঘটনা স্বীকার করেছেন।

শ্রাবণ বলেন, “গাড়ি চালিয়ে সারারাত আমরা চলেছি। সকাল-বিকেল হয়ে দিনাজপুরের হিলিতে পৌঁছালাম। সময় কম থাকায় খুব দ্রুত রেডি হয়ে শোর জন্য রওনা দিলাম। শো চলাকালীন গানের মাঝখানে ময়ূরীকে হাতের ওপর নিতে গিয়ে মোটরের কারণে ডিসব্যালেন্স হয়ে সে নিচে পড়ে যায়।”

অভিনেত্রী ময়ূরী সেই সময়ের কথা স্মরণ করে বলেন, “হায় হায়, আমি কি করলাম! ভয়ে বুক ধুকপুক করছিল। ভাবছিলাম, আজকে কি আমার শেষ। শো শেষে গ্রিনরুমে যাওয়ার পথে ভাবছিলাম, থাপ্পরটা কোন গালে লাগবে, দাঁত ঠিক রাখতে হবে যেন থাপ্পরের সময় দাঁত নড়ে না যায়।”

তবে এই ঘটনার পর ময়ূরী শ্রাবণকে কিছু বলেননি। শ্রাবণ জানান, “গ্রিনরুমে যাওয়ার পর ময়ূরী এ ব্যাপারে এক কথাও বলল না। সে সারাক্ষণ হঠাৎ রাগ হয়ে চিৎকার করতে পারে, কিন্তু এত বড় অঘটনের পরও আমাকে কিছু বলেনি, এটা সত্যিই আশ্চর্যজনক।”

শ্রাবণ শাহের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দাবাং’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, পল্লী মালেকের ‘পরশ প্রেমের ছোঁয়া’, এফ জাহাঙ্গীরের ‘অশান্ত মেয়ে’, রিকি মাসুদের ‘স্টোরি অব সামারা’। এছাড়াও পরীমনির বিপরীতে শাহ আলম মণ্ডলের ‘আপন ঘর’ এবং কাজী হায়াতের অনুদানের ‘জয় বাংলা’-সহ অনেক ছবিতে তিনি কাজ করেছেন।

Read more

Local News