কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে। এ সময় একজন চোরাকারবারিকেও গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি এই তথ্য এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে। জব্দকৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে ভারতীয় মদ ৯২ বোতল, গাঁজা ৯ কেজি, ৬৭ পিস ইয়াবা, প্যান্ট পিস, গবাদিপশু, জিরা, পিয়াজ এবং চিনি। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ ১৮ হাজার ৪০০ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, “আমাদের ব্যাটালিয়ন সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য রোধে কড়া নজরদারি রাখে। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা নিয়মিত অভিযান চালাই। এর ধারাবাহিকতায় ভারত থেকে সীমান্তে পাচার হওয়া মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।”

