বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

ময়মনসিংহে বাসে আগুন; ঘুমন্ত চালকের মৃত্যু

Share

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা জুলহাস মিয়া (৪০) পুড়ে মারা যান। ধারণা করা হচ্ছে, তিনি বাসটির চালক ছিলেন। ঘটনাটি সোমবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে ঘটে।

পুলিশ জানায়, উপজেলার ভালুকজান এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে আলম এশিয়া পরিবহনের ওই বাসটি দাঁড়িয়ে ছিল। বাসটির ভেতরেই ঘুমিয়ে ছিলেন জুলহাস মিয়া।

ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরা তিনজন মাত্র তিন সেকেন্ডের মধ্যে বাসে আগুন লাগিয়ে দ্রুত সরে যায়। এতে ভেতরে থাকা ব্যক্তি পুড়ে মারা যান। নিহত ব্যক্তি বাসের চালক ছিলেন বলে আমরা ধারণা করছি।”

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইনস্পেক্টর ইয়াসিন ইকবাল জানান, রাত সাড়ে ৩টার দিকে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে বাসের সিট থেকে পুড়ে যাওয়া একজনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, “মরদেহ এতটাই দগ্ধ ছিল যে পরিচয় নিশ্চিত করা যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ছিলেন চালক জুলহাস মিয়া, যিনি ঘুমন্ত অবস্থায় ভেতরেই ছিলেন।”

Read more

Local News